ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার টি-টোয়েন্টির প্রস্তুতি টাইগারদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
এবার টি-টোয়েন্টির প্রস্তুতি টাইগারদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নতুন বছরের প্রায় অর্ধেকটাই দখল করে আছে ক্রিকেটের ছোট ফরম্যাট টি-টোয়েন্টি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এটি শেষ হতেই ২৪ ফেব্রুয়ারি থেকে ০৬ মার্চ ঢাকায় বসবে এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর। এটি শেষ হতেই ০৮ মার্চ থেকে ০৩ এপ্রিল ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

ওয়ানডেতে সফল একটি বছর (২০১৫) শেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো কিছুর স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করছে মাশরাফি বিন মর্তুজার দল। এ মিশনে সফল হতে রোববার (০৩ জানুয়ারি) থেকেই অনুশীলনে নামছে টি-টোয়েন্টির প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটার। এদিন সকাল সাড়ে ৯টায় ট্রেইনার মারিও ভিল্লাভারায়ানের কাছে রিপোর্ট করবেন ক্রিকেটাররা।

বিপিএল শেষ করে দুই সপ্তাহ বিশ্রামের পর মাঠে ফিরছেন তারা।

মূল অনুশীলন ক্যাম্প শুরুর আগেই অবশ্য ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। শনিবার (০২ জানুয়ারি) মিরপুর একাডেমি মাঠে বোলিং অনুশীলন করেন দলের দুই তরুণ পেসার আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বি।

প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম অমি, আবু হায়দার রনি, লিটন কুমার দাস, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, ‍মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজিব, কাজী নুরুল হাসান সোহান, সোহাগ গাজী ও শুভাগত হোম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।