ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অকালেই চলে গেলেন সাসেক্স পেসার হোবডেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
অকালেই চলে গেলেন সাসেক্স পেসার হোবডেন ছবি: সংগৃহীত

ঢাকা: পেশাদারি ক্রিকেট শুরু করেছেন খুব বেশি সময় হয়নি। ক্যারিয়ার এখনও পড়ে রয়েছে বড় অংশ জুড়ে।

তবে মাত্র ২২ বছর বয়সে অকালেই চলে গেলেন ইল্যান্ড ক্লাব সাসেক্সের হয়ে খেলা ফাস্ট বোলার ম্যাথিউ হোবডেন। এক ঘোষণা মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে সাসেক্স ক্লাব।

তরুণ এ বোলার কার্ডিফে পড়াশুনা শেষ করে ক্রিকেটের প্রতি মনোযোগি হন। আর গত দু’বছর ধরে সাসেক্সের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলে আসছিলেন তিনি। তার হোবডেনের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে সাসেক্স।

এদিকে সাসেক্স ও সাবেক ইংলিশ উইকেটরক্ষক ম্যাট প্রিয়র ও বর্তমান থ্রী-লায়ন্স ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানও হো‌বডেন ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

কি কারণে হোবডেনের মৃত্যু হয়েছে এ ব্যাপারে কিছু জানায়নি সাসেক্স।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।