ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব ছাড়লেন আমলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
অধিনায়কত্ব ছাড়লেন আমলা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন হাশিম আমলা। কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের পর এমন সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়ানে সিরিজের বাকি দুটি টেস্টে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স।

ডারবানে সিরিজের প্রথম ম্যাচ থেকেই সমালোচনায় ছিলেন আমলা। তবে কেপটাউনে ২০১ রান করে জবাব দেন ডানহাতি এ ব্যাটসম্যান। ২০১৪ সালে গ্রায়েম স্মিথের অবসরের পর টেস্টের নেতৃত্ব পান আমলা।

আমলার অধীনে প্রোটিয়ারা ছয়টি সিরিজ খেলেছে। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের বিপক্ষে ড্র করে দলটি। আর পরের সিরিজে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।

এক বিবৃতিতে আমলা বলেন, ‘এই সিদ্ধান্তটি সহজ ছিলো না। তবে নিজের খেলায় আরও মনোযোগী হতে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। ’

বর্তমান টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকা প্রোটিয়ারা চলমান সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে। ১৪ জানুয়ারি থেকে জোহানেসবার্গে দু’দলের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।