ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় উইন্ডিজ যুবারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় উইন্ডিজ যুবারা ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২৭ জানুয়ারী বাংলাদেশে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশতম আসর। বিশ্বকাপকে সামনে রেখে বেশ আগেভাগেই বাংলাদেশে চলে এসেছে ২৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।



বাংলাদেশের যুবাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতেই তাদের আগেভাগে বাংলাদেশে আগমন। আগামী ১১, ১৪ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।

তিন ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশেই রয়ে যাবে উইন্ডিজ যুবারা। এরপর তারা অংশ নেবে যুব বিশ্বকাপে।

আগামী ১১ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের বিপক্ষে মাঠে নামবে অতিথি দলটি।
১৪ ও ১৬ জানুয়ারি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।