ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ

খুলনার মাঠে জিম্বাবুয়ে দলের কঠোর অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
খুলনার মাঠে জিম্বাবুয়ে দলের কঠোর অনুশীলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: বাংলাদেশের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচে ভালো পারফরমেন্স করতে চায় জিম্বাবুয়ে দল।

এ কারণে মঙ্গলবার (১২ জানুয়ারি) খুলনায় আসার পরই বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কঠোর অনুশীলনে ঘাম ঝড়ায় চিগুম্বুরার নেতৃত্বাধীন দলটি।



খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় মাঠে নামেন মাসাকাদজারা। এরপর দুপুর দেড়টা পর্যন্ত বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ের অনুশীলনের মাধ্যমে তাদের খাটিয়ে নেন কোচ ডেভ হোয়াটমোর।

এর আগে, বাংলাদেশের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর হোটেল সিটি ইনে পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল।

‘ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে-২০১৬, পাওয়ার্ড বাই মার্সেল’ এই সিরিজের চারটি খেলাই খুলনায় অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার (১৫ জানুয়ারি) মাশরাফিদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে চিগুম্বুরারা। এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।