ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্রিকেট ছাড়ছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টেস্ট ক্রিকেট ছাড়ছেন ডি ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চলমান চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই এবি ডি ভিলিয়ার্সের টেস্ট ক্রিকেটে অবসর নেওয়ার একটা গুঞ্জন ওঠে। এবার তাতে বাড়তি হাওয়া লাগালেন এবি নিজেই।

নিজের উপর চাপ বেড়ে যাওয়াতেই টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।

প্রসঙ্গত, কেপটাউন টেস্ট (দ্বিতীয় ম্যাচ) শেষে হাশিম আমলা অধিনায়কত্ব ছাড়ায় দায়িত্ব বর্তায় ডি ভিলিয়ার্সের কাঁধে। ওই ম্যাচে রানখরা কাটিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকান আমলা। কিন্তু, ব্যাট হাতে ফর্মে ফিরলেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন প্রোটিয়া ওপেনার। এবার জোহানেসবার্গ টেস্টে এবির নেতৃত্বে মাঠে নামবে দ. আফ্রিকা দল। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। সিরিজে ১-০ তে এগিয়ে ইংলিশরা।

এক সাক্ষাৎকারে এবি বলেন, ‘আমাকে ঘিরে কিছু গুজব ছড়াচ্ছে। তবে এর মধ্যে কিছুটা সত্যতা রয়েছে। দুই থেকে তিন বছর ধরেই আমি সঠিক উত্তর খুঁজছি। লক্ষ্য হচ্ছে ক্রিকেট কম খেলে নিজের ওপর চাপ কমানো। কারণ, নিজেকে সতেজ রেখে খেলাটা উপভোগ করতে চাই। গত কয়েক বছর ধরেই যা অনুপস্থিত ছিল। এর জের ধরেই আমার মধ্যে কিছু উদ্বেগ তৈরি হয়েছে। ’

এতেই বোঝা যাচ্ছে, টেস্টে স্থায়ীভাবে প্রোটিয়া দলের অধিনায়ক থাকার ব্যাপারে ডি ভিলিয়ার্স নিজেও অনিশ্চয়তায় ভুগছেন! তাহলে আমলার দীর্ঘ উত্তরসূরি কে হবেন? এবির চূড়ান্ত সিদ্ধান্তের উপরই হয়তো সবকিছু নির্ভর করছে।

এ ব্যাপারে ডি ভিলিয়ার্সের ভাষ্য, ‘আমি এখনো দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তবে ‍অধিনায়ক হিসেবে দীর্ঘদিন থাকব কিনা তা নিশ্চিত নয়। এখন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে দৃষ্টি রাখছি। এরপর পুনরায় টেস্ট সিরিজ খেলার ‍আগে ছয় মাসের লম্বা বিরতি রয়েছে। এ সময়ে অনেক কিছুই ঘটতে পারে। তার আগে সবকিছুর ব্যাপারে খুব বেশি প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই না।   কিন্তু, পরবর্তী দুই ম্যাচে সফল হওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ ও ক্ষধার্ত।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।