ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

মাহবুবুর রহমান মুন্না,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
টাইগার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস ছবি: মানজারুল ইসলাম/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: নিজেদের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তাই বাঁধভাঙা উল্লাস আর উন্মাদনায় মেতেছে খুলনাবাসী।



শুক্রবার (১৫ জানুয়ারি) ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে থেকেই তরুণ-তরুণীরা দল বেঁধে হৈ-হুল্লোড় করে ছুটে এসেছে স্টেডিয়ামের সামনে। কিন্তু বিড়ম্বনা শুধু নিরাপত্তার নানা ফাঁদ।

বাদ্য-বাজনা, ভুভুজেলা নিয়ে যারা এসেছেন নিরাপত্তার অজুহাতে পুলিশের বাধায় স্টেডিয়াম যাত্রায় তাদের হয়েছে ছন্দপতন।

গেট খোলার নির্ধারিত সময়ের আগেই সময় গড়াতে গড়াতে লাইন দীর্ঘ হতে থাকে। নিরাপত্তা বেষ্টনীর ঝামেলা ও ক্লান্তিকর অপেক্ষা মাঝেও সবাই ফুরফুরে  আমেজে জানান দিচ্ছেন খুলনা যেন ক্রিকেটের নগরী।

সব কষ্টকে বিসর্জন দিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকে ঢুকে পড়েছেন গ্যালারিতে। বেলা ৩টায় বাংলাদেশ-জিম্বাবুয়ে চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে যারা গ্যালারিতে ঢুকতে পেরেছেন তারা নিজেদের ইতিহাসের সাক্ষী মনে করছেন।

টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরার দল আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। খেলা শুরুর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ করতে পারা নগরীর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা মিতা বিশ্বাস বাংলানিউজকে বলেন, ৩টায় খেলা শুরু হলেও দুপুর দেড়টায় এসে লাইনে দাঁড়িয়ে গ্যালারিতে ঢুকেছি। খুব ভালো লাগছে প্রথম থেকে টাইগারদের খেলা দেখতে পেরে।

সবুজাভ মাঠ, বর্ণিল গ্যালারি। স্টেডিয়ামের বাইরেও মনোলোভা সাজ। চারদিকে শুধু লাল-সবুজের সমারোহ। শুধু স্টেডিয়াম পাড়ার নয়, পুরো শহরজুড়ে অন্যরকম দৃশ্য। গাড়িগুলো ছুটছে আবু নাসের স্টেডিয়ামের দিকে। যেন মিছিলের নগরী সেই দুপুর থেকে। দেশের পতাকা নানাভাবে শরীরে জড়িয়ে স্টেডিয়ামমুখী হাজার হাজার ক্রিকেট ভক্ত। কেউ কেউ গালে ও হাতে এঁকেছেন আল্পনা। উৎসবের আমেজ গ্যালারি ছাড়িয়ে পুরো নগরী জুড়ে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।