ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শহীদ সৈয়দ নজরুল ইসলাম টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
শহীদ সৈয়দ নজরুল ইসলাম টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬ এর উদ্বোধন করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

গাজী টায়ারের সৌজন্যে শনিবার (১৬ জানুয়রি) দুপুর সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, গাজী গোলাম দস্তগীর এমপি, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, ফরহাদ হোসেন দোদুল এমপি, কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, জেলা পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহমুদ পারভেজ, টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্যোক্তা সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ প্রমুখ।

এ উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের তারকা খেলোয়াড় তাসকিন আহম্মেদ।

টুর্নামেন্টে কিশোরগঞ্জের ১২ টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।