ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চারটি ম্যাচই জিততে চায় টাইগাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
চারটি ম্যাচই জিততে চায় টাইগাররা ছবি: শোয়েব মিথুন/মানজারুল ইসলাম- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: প্রথম ম্যাচের পর জিম্বাবুয়ের সঙ্গে পরবর্তী তিনটি ম্যাচেও জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী টাইগার বাহিনী।

দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান বলছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নতুন বছরের প্রথম ম্যাচেই আমরা জয় পেয়েছি।

জিততে চাই পরের তিনটিতেও। প্রথমটির মতো আগামীর ম্যাচগুলোও গুরুত্ব সহকারে খেলবে লাল-সবুজের দল।
 
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে আয়োজিত প্রেস বিফিংয়ে কথা বলছিলেন তিনি।

প্রথম ম্যাচে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে সাব্বির বলেন, ভালো কিছু করার ইচ্ছে আছে। প্রতিটি খেলার শুরুটা ভালো করতে চাই আমরা।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার (১৫ জানুয়ারি) প্রথম টি-২০ ম্যাচ জিতে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

জয়ের ধারা অব্যাহত রাখতে রোববারের (১৭ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচের আগে শনিবার বিকেলে কঠোর অনুশীলন করে মাশরাফি বিন মুর্তজা বাহিনী। সিরিজ জয়ের স্বাদ পেতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সমান গুরুত্ব দিয়ে অনুশীলনে ঘাম ঝরায় টাইগার বাহিনী।

রোববার বিকেল ৩টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ালটন টি-টোয়েন্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের মুখোমুখি হবে টাইগাররা। চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় নিয়ে এগিয়ে আছে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
এমআরএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।