ঢাকা: চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ম্যাচের তৃতীয় দিন ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে লিড নিল ইংলিশরা।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে অনুষ্ঠিত এ ম্যাচে প্রোটিয়ারা ইংলিশদের মাত্র ৭৪ রানের টার্গেট দিতে সক্ষম হয়। জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২২.৪ ওভারে ৭৭ রান তোলে ইংলিশরা।
প্রথম ইনিংসে দ. আফ্রিকা অলআউট হওয়ার আগে করে ৩১৩ রান। জবাবে ইংল্যান্ড তাদের সবক’টি উইকেট হারিয়ে তোলে ৩২৩ রান। ১০ রানের লিড পায় অ্যালিস্টার কুকের দল। ১০ রান পিছিয়ে থেকে নতুন দলপতি এবিডি ভিলিয়ার্স বাহিনী দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮৩ রানেই থেমে যায়।
প্রোটিয়াদের গুটিয়ে দিতে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড একাই তুলে নেন ৬ উইকেট। ১২.১ ওভারে ৬ মেডেনসহ ১৭ রান খরচ করেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ. আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ওপেনার ডিন এলগার ১৫, ভ্যান জিল ১১ রান করে বিদায় নেন। হাশিম আমলা ৫, ডি ভিলিয়ার্স ০, বাভুমা ০, ড্যান ভিলাস ৮, ক্রিস মরিস ১, কেগিসো রাবাদা ১৬, ভিলজোয়েন ৬ রান করেন।
ফাফ ডু প্লেসিস ১৪ রান করেন। মাত্র ৩৩.১ ওভার ব্যাট করে অলআউট হয় প্রোটিয়ারা।
ব্রড ছয় উইকেট তুলে নিলেও বেন স্টোকস নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন।
৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন ইংলিশ দুই ওপেনার অ্যালিস্টার কুক এবং অ্যান্ড্রু হেলস। ওপেনিং জুটিতে দলকে ৬৪ রান এনে দেন তারা। ব্যক্তিগত ১৮ রান করে এলগারের বলে এলবির ফাঁদে পড়েন হেলস। তিন নম্বরে নামা নিক কম্পটনকেও (০) ফেরান এলগার। তবে আরেক ওপেনার ইংলিশ দলপতি কুক ৪৩ রান করে বিদায় নেন। ক্রিস মরিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭টি বাউন্ডারি হাঁকান কুক।
জো রুট ৭ রানে আর জেমস টেইলর ২ রানে অপরাজিত থাকেন।
প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইংলিশরা। দ্বিতীয় ম্যাচটি ড্র হয়। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচটি সেঞ্চুরিয়নে আগামী ২২ জানুয়ারি শুরু হবে।
** ব্রড তাণ্ডবে ৮৩ রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা
বাংলাদেশ সময়: ২১৪০ ঘন্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এমআর