ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজে ঘুরে দাঁড়াতে জিম্বাবুয়ের কঠোর অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
সিরিজে ঘুরে দাঁড়াতে জিম্বাবুয়ের কঠোর অনুশীলন ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: ওয়ালটন টি-২০ ক্রিকেট সিরিজের আর বাকি দুই ম্যাচ। প্রথম দুই ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ ভুলে সিরিজে ঘুরে দাঁড়াতে কঠোর অনুশীলনে ঘাম ঝড়ালেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে অনুশীলন করেন তারা।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের তিন বিভাগেই জিম্বাবুয়ের ক্রিকেটাররা নিজেদের ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন।

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ ২০ জানুয়ারি (বুধবার) বিকাল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।