ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিনে বৃষ্টির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
দ্বিতীয় দিনে বৃষ্টির জয় ছবি : সংগৃহীত

ঢাকা: গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা। রাজশাহী ও বগুড়াতে দুই ম্যাচের কোনোটিতেই বুধবার (২০ জানুয়ারি) মাঠে বল গড়ায়নি।



রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন মঙ্গলবার (১৯ জানুয়ারি) প্রাইম ব্যাংক সা‌উথ জোনের বিপক্ষে ওয়ালটন সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৩৩ রান করে দিনের খেলা শেষ করে।

১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন শামসুর রহমান শুভ। শুভাগত হোম করেন ৮৩ ‍রান। দুটি উইকেট নেন রবিউল ইসলাম।

এদিকে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অপর ম্যাচে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ৮ উইকেটে ২০৩ রান করে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

৪৩ রান করেন লিটন দাস। সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাঞ্জামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।