ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রায় তিনগুন মূল্যে হায়দ্রাবাদে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
প্রায় তিনগুন মূল্যে হায়দ্রাবাদে মুস্তাফিজ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাটার মাস্টার মুস্তাফিজকে এক  কোটি ৪০ লাখ রূপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশের এ বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ৫০ লাখ রূপি হলেও প্রায় তিনগুন মূল্যে কিনে নেয় হায়দ্রাবাদ।



যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৬২ লাখেরও কিছু বেশি।

নিলামে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও মুস্তাফিজকে নিতে আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত আইপিএলের নবম আসরে হায়দ্রাবাদই মুস্তাফিজকে লুফে নেয়।

এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার সুযোগ পান মুস্তাফিজ। তবে ইনজুরির কারণে তাকে সেখানে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে।

সেক্ষেত্রে ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠতে হবে তাকে। আইপিএলের নিলামে অবিক্রীত থেকেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। শেষ হবে ২৯ মে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।