ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচে সাকিবদের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
দ্বিতীয় ম্যাচে সাকিবদের পরাজয় ছবি : সংগৃহীত

ঢাকা: জমে উঠা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেমেছিল সাকিব-মুশফিকদের করাচি কিংস আর পিটারসেন-শেহজাদদের কোয়েটা গ্লাডিয়েটর্স। শেহজাদের দারুণ ব্যাটিংয়ে গ্লাডিয়েটর্স ১৬ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে।



নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই বড় ব্যবধানে হারতে হলো সাকিবদের দলকে। এ ম্যাচে করাচি সাকিবকে নামালেও মুশফিককে মাঠে নামায়নি।

আগে ব্যাট করা শোয়েব মালিকের করাচি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে, ১৭.২ ওভার ব্যাট করে মাত্র দুই উইকেট হারিয়ে গ্লাডিয়েটর্স জয়ের বন্দরে পৌঁছে যায়।

করাচির ওপেনার লেন্ডল সিমন্স (১১) আর নোমান আনোয়ার (০) ব্যর্থ হলে ব্যাটিংয়ের হাল ধরেন সাকিব ও জেমস ভিঞ্চি। আগের ম্যাচে হিরো টাইগারদের অলরাউন্ডার সাকিব এ ম্যাচে ১৩ বলে একটি বাউন্ডারির সাহায্যে করেন ১৭ রান। ভিঞ্চি ৩৩ বলে ৩০ রান করে বিদায় নেন।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে দলপতি শোয়েব মালিক খেলেন ৩৭ রানের ইনিংস। ২৫ বলে ৪টি চার আর একটি ছক্কায় তিনি এ রান করেন। ছয় নম্বরে নামা রবি বোপারার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪০ রান। ইংলিশ এ ব্যাটসম্যানের ২৯ বলে সাজানো ইনিংসে ছিল তিনটি চারের মার।

গ্লাডিয়েটর্সের হয়ে আনোয়ার আলি ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান মোহাম্মদ নওয়াজ। উইকেটশূন্য ছিলেন জুলফিকার বাবর ও উমর গুল।

১৪৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গ্লাডিয়েটর্সের দুই ওপেনার লুক রাইট ও আহমেদ শেহজাদ ৯২ রান তুলে নেন। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন লুক রাইট। ইমাদ ওয়াসিমের বলে বিদায় নেওয়ার আগে তিনি করেন ৪৭ রান। ৩৯ বলে চারটি চার আর দুটি ছক্কা হাঁকান লুক রাইট।

শেহজাদ করেন ইনিংস সর্বোচ্চ ৭১ রান। ১৬তম ওভারে সাকিব ফিরিয়ে দেন ৪৬ বলে ৫টি চার আর ৪টি ছক্কা হাঁকানো শেহজাদকে।

কেভিন পিটারসেন ১৭ বলে একটি চার আর দুটি ছক্কায় ২৯ রান করে অপরাজিত থাকেন।

সাকিব আল হাসান বল হাতে ৪ ওভারে ৪৩ রান খরচ করে একটি উইকেট নেন। এছাড়া ইমাদ ওয়াসিম একটি উইকেট নেন। মোহাম্মদ আমির, সোহেল তানভীর, শোয়েব মালিক, রবি বোপারা আর ইফতেখার আহমেদ উইকেট পাননি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘন্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।