ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন অজি পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ছিটকে গেলেন অজি পেসার ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান দল থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার কেন রিচার্ডসন। এ পেসারের পরিবর্তে শেষ ম্যাচে দেখা যেতে পারে জোয়েল প্যারিসকে।



দু’দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েন রিচার্ডসন। আর গত মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া প্যারিস শেষ ম্যাচের জন্য দলে ডাক পান।

চলতি সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এরই মধ্যে কাঁধের ইনজুরিতে পড়লেন রিচার্ডসন। এর আগে একই সিরিজে অ্যারন ফিঞ্চ ও জেমস ফকনার ইনজুরির কারণে অজি দল থেকে বাদ পড়েছিলেন।

চ্যাপেল-হ্যাডলি ট্রফির এই সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দু’দল। তাই শেষ ম্যাচটি ফাইনাল হিসেবেই বিবেচিত হবে। ৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।