ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ পাকিস্তানি স্পিনার ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
নিষিদ্ধ পাকিস্তানি স্পিনার ইয়াসির ছবি: সংগৃহীত

ঢাকা: ডোপ টেস্টে প্রামাণিত হওয়ায় ক্রিকেট থেকে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। গত ডিসেম্বরে ডোপ টেস্টে প্রাথমিক ভাবে নিষিদ্ধ হন ডানহাতি এ স্পিনার।



আগামী ২৭ মার্চ ইয়াসিরের তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হবে। সে সময় তিনি জাতীয় দলের হয়ে আবারও খেলতে পারবেন।

আবুধাবিতে গত ১৩ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ডোপ টেস্টের জন্য ইয়াসিরের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। তবে পরীক্ষার ফলাফল অনুযায়ী, তাতে নিষিদ্ধ পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। যা ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ডব্লিউএডিএ) কোড অনুযায়ী নিষিদ্ধ তালিকার পদার্থ বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।