ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্কটিশ যুবাদের সংগ্রহ ২২৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
স্কটিশ যুবাদের সংগ্রহ ২২৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট পর্বে প্লে-অফ সেমিফাইনালে ফিজি অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২২৫ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারায় স্কটিশ যুবারা।



কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে ১৩তম স্থানের জন্য টসে হেরে আগে ব্যাট করতে নামে স্কটিশ তরুণরা। দলের শুরুটা ভালো না হলেও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃড়তায় দু’শো রানের বেশি পুঁজি পায় দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ফিনলে ম্যাকক্রেথ। এছাড়া ৩৯ রান আসে ওয়াইস শাহ ব্যাট থেকে। তবে পিচে দাপট দেখিয়েছেন ফিজির বোলাররা। চার উইকেট তুলে নেন চাকাচাকা তিকোইসুভা। আর দুটি করে উইকেট নেন পেনি ভুনিওয়াকা ও জোসাইয়া বেলেসিকোইবিয়া।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।