ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মাশরাফিদের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২০১৫ সালটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনালি অধ্যায় হয়েই থাকবে। টাইগারদের ধারাবাহিক সাফল্যে মুগ্ধ ভারতের ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজের ছাত্রদের নিয়ে বাংলাদেশে অবস্থান করা দ্রাবিড় প্রশংসায় পঞ্চমুখ সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিদের।

যুব বিশ্বকাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে বাংলাদেশে আসা দ্রাবিড় সোমবার (০৮ ফেব্রুয়ারি) শিষ্যদের পরিকল্পনা জানানোর জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই এক পর্যায়ে বাংলাদেশ জাতীয় দল সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়।

রাহুল দ্রাবিড় জানান, সন্দেহ নেই গত বছরটি বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের নিয়ে বাংলাদেশ এখন বেশ গোছালো এবং অভিজ্ঞ একটি দল। মাহামুদুল্লাহ রিয়াদও গত একটি বছর দারুণ পারফর্ম করেছে। নতুন করে উঠে এসেছে মুস্তাফিজুর রহমান। তাদের সাফল্যের পেছনে দলের সবাই অন্যতম ভূমিকা রাখছে।

টাইগারদের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ সম্পর্কে আলাদা করে বলতে গিয়ে দ্রাবিড় বলেন, অভিজ্ঞদের পাশাপাশি বাংলাদেশ দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। তাদের মধ্যে মুস্তাফিজ একজন। বাঁহাতি পেসার মুস্তাফিজের মতো তরুণ ক্রিকেটাররা দলে আসায় বাংলাদেশ দলটিই ভালো একটি দলে পরিণত হয়েছে।

টাইগারদের দেশের বাইরের পারফর্ম নিয়ে দ্রাবিড় বলেন, তারা নিজেদের মাটিতে বেশ ভালো কিছু সিরিজ খেলেছে। তবে, বিদেশে তাদের আরও ভালো পারফর্ম দেখাতে হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।