ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সেমিতে লম্বা ইনিংস খেলতে চান জয়রাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
সেমিতে লম্বা ইনিংস খেলতে চান জয়রাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম কান্ডারি জয়রাজ শেখ ইমন। যুব বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে ফেললেও পাননি বড় কোনো ইনিংসের দেখা।

ডানহাতি এ ওয়ানডাউন ব্যাটসম্যান বড় ইনিংসের আশা জাগিয়েও থেমেছেন পঞ্চাশের আগেই। যুব বিশ্বকাপে ইনিংসগুলো (৪৬, ১৩, ৩৪, ৩৮) দেখে আক্ষেপ হচ্ছে জয়রাজেরও। তাইতো চাইছেন সেমিফাইনালে বড় ইনিংস খেলতে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) মিরপুর একাডেমি মাঠে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে জয়রাজ বলেন, ‘স্কটল্যান্ডের সাথে একটা ম্যাচ ছাড়া সব ম্যাচেই ভালো শুরু হচ্ছে। ৪০ ওভারের কাছাকাছি গিয়ে দুটি ম্যাচে আউট হয়েছি। এবার চাই বড় ইনিংস খেলতে। সেমিফাইনালে চেষ্টা থাকবে ইনিংস কিভাবে বড় করা যায়। ’

পাকিস্তানকে হারানোয় ১১ ফেব্রুয়ারির সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিতে বাংলাদেশ এগিয়ে থাকবেই বলে মনে করেন জয়রাজ, বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হোয়াইটওয়াশ করেছি। সেমিতেও আমরা এগিয়ে থাকবো। তাদের সম্পর্কে আমাদের বেশ ভালো করেই জানা আছে। মিরপুরের উইকেটও আমাদের অনেকদিনের চেনা। দর্শক অনেক বেশি সাপোর্ট করছে, এ জিনিসটাও আমাদের জন্য ভালো।
 
ওপেনার পিনাক ঘোষের সাথে ভুল বোঝাবুঝিতে দু্ইবার রান আউট হয়েছেন জয়রাজ। তারপরও পিনাকের সঙ্গে বোঝাপড়ায় কোনো সমস্যা নেই বলে ‍জানান তিনি, ‘ওর সাথে এর আগে আমার ভালো কিছু পার্টনারশিপ আছে। রানিং বিটুইন দ্য উইকেটে কখনোই সমস্যা হয় নাই। সাম্প্রতিক ম্যাচে যেটা হয়েছে, সেটাও বড় কোনো সমস্যা না। দুর্ভাগ্যজনকভাবে একটা-দুইটা ম্যাচে ভুল বোঝাবুঝি হয়ে যায়। আশা করি এরকম আর হবে না। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।