ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ হতে যাচ্ছেন দেশটির সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। নয় দিন আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরে যান এ ক্রিকেটার।



বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আসর এমসিএলে খেলছেন। আর সেখান থেকে ফিরেই প্রোটিয়াদের সঙ্গে চুক্তি করবেন ম্যাকেঞ্জি।

এ প্রসঙ্গে ম্যাকেঞ্জি বলেন, ‘এ ব্যাপারে আমি সম্মতি দিলাম। তবে এখান থেকে ফিরেই বিস্তারিত জানানো হবে। ’ ধারনা করা হচ্ছে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি প্রোটিয়া দলের হয়ে প্রথম কাজ করবেন।

এদিকে ম্যাকেঞ্জির ব্যাপারে ক্রিকেট সাউথ আফ্রিকা এখন কোন নিশ্চিত খবর না দিলেও সন্তুষ্টি প্রকাশ করেছেন দলের সিনিয়র ব্যাটসম্যান হাশিম আমলা।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।