ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেপালের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ২৫৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
নেপালের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ২৫৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে পড়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল প্লে-অফ সেমিফাইনালে (পঞ্চম স্থানের জন্য) নেপাল যুবাদের বিপক্ষে মাঠে নামে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে।



দলীয় ৩০ রানেই পাকিস্তান যুবারা টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায়। দুই ওপেনার শূন্য রানেই বিদায় নেন। চার নম্বরে নামা হাসান খান ১৩ রানে ফেরেন।

সেখান থেকে ১৮৯ রানের জুটি গড়েন সাইফ বাদার ও হাসান মোহসিন। সাইফের ব্যাট থেকে আসে ৮৮ রান আর মোহসিন খেলেন সর্বোচ্চ ১১৭ রানের ইনিংস।

সাইফের ১১৮ বলে সাজানো ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে একটি ছক্কার মার। আর শতক হাঁকানো মোহসিন ১০৬ বল মোকাবেলা করে ৮টি বাউন্ডারির সঙ্গে তিনটি ওভার বাউন্ডারি হাঁকান।

সালমান ফাইয়াজ ও উমাইর মাসুদ প্রত্যেকে ১৪ রান করেন।

নেপালের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন লামিচান। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন আরিফ শেখ ও দিপেন্দ্র সিং।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।