ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ভারতে আসন্ন মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজাকে অধিনায়ক রাখা হয়েছে।

দলে ফিরেছেন ফাস্ট বোলার তেন্দাই চাতারা ও তিনাশে পানিয়াঙ্গারা।

চাতারা ২০১৫ বিশ্বকাপের পর জিম্বাবুয়ে দলে আর খেলেননি। যদিও বেশ কিছুদিন ইনজুরিতে ভুগছিলেন তিনি। অন্যদিকে ইনজুরির কারণে সম্প্রতি বাংলাদেশ সফরে না থাকা পানিয়াঙ্গারা দলে আবারও সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন, চামু চিবাবা, তাউরি মুজারবানি ও বিরান ভিটোরি।

টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), শন উইলিয়ামস, তেন্দাই চাতারা, ওয়েলিংটন মাসাকাদজা, তিনাশে পানিয়াঙ্গারা, পিটার মুর, এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুমবামি (উইকেটরক্ষক), লুক জংগো, তেন্দাই চিসোরো, নেভিল মাদজিভা, ম্যালকম ওয়ালার, ভুসি সিবান্দা, গ্রায়েম ক্রেমার।

ডোনাল্ড ট্রিরিপানো (স্ট্যান্ড-বাই)।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।