ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিশ্বকাপ জয়ে কোহলি-স্যামিদের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
ক্যারিবীয়দের বিশ্বকাপ জয়ে কোহলি-স্যামিদের প্রতিক্রিয়া ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতকে দুঃস্বপ্ন উপহার দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারিবীয়দের অভিনন্দন জানানোর পাশাপাশি টিম ইন্ডিয়ার যুবাদের সান্ত্বনা জানিয়েছেন ও. ইন্ডিজ ও ভারতের বর্তমান ও ‍সাবেক ক্রিকেট তারকারা।



ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার তার টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করেন, ‘কি একটি দল! এরা নিজেদের গভীরতা ও ভারসাম্য দেখিয়ে দিয়েছে। কঠিন সময়ে সবাই একত্রিত থেকেছে এবং এখন সবাই মুহূর্তটা (অ-১৯ বিশ্বকাপ জয়) উপভোগ করছে। ’

ড্যারেন স্যামি তার ইন্সটাগ্রাম পেজে বাংলাদেশ বধের নায়ক স্প্রিংগারের ঢঙে নাচার একটি ভিডিও আপলোড করেছেন। ক্যাপশনে লেখেন, ‘ভারতের বিপক্ষে আমাদের অ-১৯ দলের অসাধারণ জয়ের পর আমি স্প্রিংগারের স্টাইলে নাচার চেষ্টা করছি। অধিনায়ক হেটমায়ার ও তার সতীর্থদের অভিনন্দন। সত্যিই তোমাদের জন্য গর্ববোধ করছি। ভবিষ্যৎ তারকারা যখন সিনিয়র টিমে পা রাখব, তখন যেন সবকিছু ঠিকঠাকভাবে এগোয় সে প্রার্থনাই করি। ’

টুইটারে ক্রিস গেইলও তার উত্তরসূরিদের অভিনন্দন জানান, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় ওয়েস্ট ইন্ডিজ অ-১৯ দলকে অভিনন্দন। ’

অন্যদিকে, ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি তার প্রতিক্রিয়ায় লেখেন, ‘আমাদের অ-১৯ দলের ছেলেরা আজ মন-প্রাণ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। পোড়া কপাল ছেলেদের। কিন্তু, অ-১৯ বিশ্বকাপে তোমরা চমৎকার জার্নিটা পার করেছ। আমরা তোমাদের নিয়ে গর্বিত। ’

ভিভিএস লক্ষণ তার টুইটার পেজে উল্লেক করেন, ‘অ-১৯ বিশ্বকাপ জেতায় ও. ইন্ডিজ অ-১৯ টিমকে অভিনন্দন। ছোট টার্গেটেও তাদের খেলায় অনেক কিছু ফুটে উঠেছে। ভারতীয় টিমের দুর্ভাগ্য। ’

সঞ্জয় মাঞ্জরেকার টুইটার বিবৃতিতে বলেন, ‘পল ও কার্টি তাদের পার্টনারশিপে দু’টি গুণের স্বাক্ষর রেখেছে। ও. ইন্ডিজ ক্রিকেটের বর্তমান অবস্থা ও মাথা ঠান্ডা রেখে তাদের ধৈর্যশীল ব্যাটিং। ’

আকাশ চোপরার ভাষ্য, ‘কার্টি (ম্যাচ জয়ের নায়ক) ওয়েস্ট ইন্ডিজ দলের আজকের রাতের পার্টি নিশ্চিত করেছে। ওয়েল ডিসার্ভড। সবার মুখে যেন একটা টিম হাসি এনে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।