ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অপরিবর্তিত কিউই দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
অপরিবর্তিত কিউই দল ছবি : সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠ ওয়েলিংটনে প্রথম টেস্ট হেরে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দল অপরিবর্তিত রেখেছে নিউজিল্যান্ড। ১৪ সদস্যের এ দলে ফিট প্রমাণ করে ফিরতে পারেননি স্পিনার মিচেল স্যান্টনার ও ব্যাটসম্যান রস টেইলর।



নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই পেশীর ইনজুরিতে ভুগছে টেইলর। ডান পাঁয়ের হাড়ে চিড় ধরায় এখনও ফিট নয় স্যান্টনার।

অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের শততম ম্যাচে বেসিন রিজার্ভে ১৯ বছর পর ইনিংস ব্যবধানে হার মানলো কিউইরা। ২০ ফেব্রুয়ারি ক্রাইসচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

স্কোয়াড: ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, ডাগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।