ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ফেনীতে অলরাউন্ডার সাইফ উদ্দিনকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ফেনীতে অলরাউন্ডার সাইফ উদ্দিনকে সংবর্ধনা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ফেনী: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছেন তার জেলা ফেনীর সর্বস্তরের জনগণ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সাইফ বাসে করে ফেনীর মহিপালে এসে পৌঁছালে ক্রিকেটপ্রেমীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।



এরপর ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

এসময় সাইফকে সংবর্ধনা দেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী ফ্রেন্ডশিপ ক্রিকেট একাডেমির সভাপতি চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবসহ ফেনীর ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাইফ উদ্দিন বলেন, অনূর্ধ্ব ১৯ দল যুব বিশ্বকাপে তাদের সর্বোচ্চ খেলে তৃতীয় স্থান অর্জন করে।

ফেনীর সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি সে দলে ভালো খেলতে চেষ্টা করেছি। আশা করছি ফেনীর মানুষের দোয়া থাকলে আরও ভালো করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।