ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নিশ্চিতের ম্যাচে অনিশ্চিত অজি পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
সিরিজ নিশ্চিতের ম্যাচে অনিশ্চিত অজি পেসার পিটার সিডল (বাঁ থেকে প্রথম)/ছবি:সংগৃহীত

ঢাকা: টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার মিশনে ক্রাইস্টচার্চ টেস্টে মাঠে নামবে অস্টেলিয়া। কিন্তু, সিরিজ নিশ্চিতের ম্যাচে দলের অন্যতম অভিজ্ঞ পেসার পিটার সিডলের খেলা নিয়ে রয়েছে সংশয়।

প্রথম ম্যাচ খেললেও এখনো ফিটনেস সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। পিঠের ইনজুরিতে ভুগছেন ৩১ বছর বয়সী ‍এ ডানহাতি বোলার।

দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্মিথ-ওয়ার্নাররা। ওয়েলিংটনে অনুষ্ঠিত প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ইনিংস ও ৫২ রানে হারের লজ্জায় ডোবায় অজিরা। দুই ইনিংসে মোট ২০ ওভার বোলিং করে তিনটি উইকেট লাভ করেন সিডল।

আগামী ২০ ফেব্রুয়ারি (শনিবার) দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় খেলা শুরু হবে।

এদিকে, প্রথম টেস্টে বাজেভাবে হারলেও স্কোয়াড অপরিবর্তিত রেখেছে ব্ল্যাক ক্যাপসরা। ফিটনেসে ঘাটতি থাকায় সিরিজ নির্ধারণী ম্যাচেও ছিটকে গেছেন রস টেইলর ও অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

** অপরিবর্তিত কিউই দল

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।