ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপের টিকিট যেখানে পাবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এশিয়া কাপের টিকিট যেখানে পাবেন

ঢাকা: আর মাত্র ৭ দিনের অপেক্ষা। তারপরেই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপের ত্রয়োদশ আসর।

মাঠে গিয়ে এশিয়া কাপের জমজমাট ক্রিকেট দেখতে নিশ্চই ভক্তরা এক রকম মুখিয়েই আছেন। আর কাঙ্খিত ম্যাচের টিকিটটি হাতে পেতে হয়তো ভাবছেন কোথায় যাবেন?
 
ভক্তদের জন্য খবর হলো, এশিয়া কাপের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)’র ঢাকাস্থ ৬টি শাখায়। শাখাগুলো হল, মিরপুর, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, প্রগতি সরণী, বসুন্ধরা ও নয়াবাজার শাখা।
 
এছাড়া ব্যাংকের নির্ধারিত শাখায় গিয়ে কেউ টিকিট কিনতে না চাইলে ইউক্যাশের মাধ্যমে তা সংগ্রহ করতে পারেন।
 
টিকিট বাজারে ছাড়া হবে ২২ ফেব্রুয়ারি থেকে।
 
যেহেতু ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ মূল পর্বের প্রতিটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে তাই ঢাকার বাইরে ব্যাংকটির কোন শাখায়ই টিকিট ছাড়া হয়নি। ২২ ফেব্রুয়ারির পর টিকিট পাওয়া যাবে প্রতিটি ম্যাচের আগের দিন।
 
টিকিটের মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা, শহীদ জুয়েল/মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, উত্তর/দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা আর পুর্ব গ্যালারি ১৫০ টাকা।
 
২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ।  
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস

** বাছাইপর্বের টিকিট মিলবে ২০ টাকায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।