ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

জাহানারাদের বিশ্বকাপ প্রস্তুতি বিকেএসপিতে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জাহানারাদের বিশ্বকাপ প্রস্তুতি বিকেএসপিতে ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগামী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন জাহানারা আলমের দল।



সেখানে অনুশীলনের পাশাপাশি বিকেএসপির অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ দলের বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাহানারা-রুমানারা।
 
ক্যাম্প শুরুর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) নারী দলের কোচ চ্যাম্পিকা গামাগে সংবাদমাধ্যমকে বলেন, ‘এর আগে পাকিস্তান সফরের দল ও বিশ্বকাপের কোয়ালিফাইং দলের সবাই আছেন টি-২০ বিশ্বকাপের দলে। তাই সবার প্রতি আমার আস্থা আছে। সবাইকে খুব ভালোভাবে জানি। বিকেএসপিতে আমরা চারটা প্রস্তুতি ম্যাচ খেলবো। আশা করি, বিশ্বকাপের আগে ম্যাচগুলো বেশ কাজে দেবে।
 
বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ১৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপের  মিশন।

টুর্নামেন্ট শুরুর আগে ব্যাঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে জাহানারা আলমের দল। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। ৮ মার্চ ব্যাঙ্গালুরুর উদ্দেশে দেশ ছাড়ার কথা মেয়েদের।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।