ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে জরিমানা করতে পারে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পাকিস্তানকে জরিমানা করতে পারে আইসিসি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি পাকিস্তান অংশগ্রহন না করে তবে জরিমানা করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। এমনটিই জানালেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

তার মতে, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে শাস্তি আসতে পারে।

লাহোরে এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর দপ্তর সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তবে ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে তারা এখনও কোন রকম সবুজ সংকেত দেয়নি। আইসিসি আমাদের হুমকি দিচ্ছে ও প্রধানমন্ত্রী ছাড়পত্র দেবে না এমন সংবাদ ভিত্তিহীন। ’

তিনি ‍আরও বলেন, ‘বিশ্বকাপে দল পাঠাতে আমরা অবশ্য সরকারের কাছে জোর আবেদন জানিয়েছি। তবে দপ্তর সম্পাদক জানিয়েছেন তারা বিষয়টি আরও খতিয়ে দেখছেন। ’

শাহরিয়ার আরও যোগ করেন, ‘আমরা যদি বিশ্বকাপে আমাদের দল না পাঠাই, তবে আইসিসি আমাদের জরিমানা করতে পারে। ’

এদিকে পিসিবির এক সূত্র থেকে জানা যায় পাকিস্তান সরকার খুব দ্রুতই ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ আসরে খেলার ব্যাপারে অনুমতি দেবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।