ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

জাহানারাদের পাকিস্তান বধের সংকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জাহানারাদের পাকিস্তান বধের সংকল্প ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলমের কাছে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে বেশ শক্তই মনে হচ্ছে। অনেক চেষ্টা করেও যেন টি-টোয়েন্টির ফরমেটে দলটিকে কোন ভাবেই হারানো যাচ্ছে না।

টাইগ্রেসরা যখনই দলটির মুখোমুখি হন, তখনই যেন খেই হারিয়ে ফেলেন।

তবে, দলটির বিপক্ষে পূর্বের এই তিক্ত অভিজ্ঞতা জাহানারা আলমরা ভুলতে চাইছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে।

বিশ্বকাপের এবারের আসরে গ্রুপপর্বে পাকিস্তান ছাড়াও বাংলাদেশ নারী দলের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে পাকিস্তানকে হারানোই নাকি তার মূল লক্ষ্যে পরিণত হয়েছে।
 
জাহানারা জানান, ‘এবারের বিশ্বকাপে আমাদের গ্রুপের সবাই বেশ কঠিন প্রতিপক্ষ। তবে, আমার প্রধান লক্ষ্য গ্রুপপর্বের ম্যাচে অবশ্যই পাকিস্তানকে হারানো। ’

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে একাডেমির মাঠে বিশ্বকাপ পূর্ব অনুশীলন শেষে তিনি এমন হুঙ্কারই দিলেন।

জাহানার হুঙ্কার দিলেও পরিসংখ্যান কিন্তু পাকিস্তানের পক্ষেই কথা বলে। ২০১২ সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। ৬টিতে হেরেছে আর একটি ম্যাচ হয়েছে পণ্ড। তাই হয়তো দলটির বিপক্ষে জয় পেতে এক রকম মরিয়াই হয়ে আছে টিম বাংলাদেশ।

ক্রিকেট অতীত রেকর্ড নির্ভর- একথা যেমন ঠিক, তেমনি এটিও ঠিক যে সময়ের পরিক্রমায় এই রেকর্ড নিজেদের করে নেয়াটা সময়ের ব্যাপার মাত্র। তাই হয়তো জাহানারার এমন সাহসী উক্তি, ‘মেনে নিতে কষ্ট হয় যে, পাকিস্তানের বিপক্ষে আমরা ভাল খেলেও হেরে যাই। ওদের চেয়ে আমরা অনেক ভাল দল। কিন্তু ভাল হয়েই কেন পেরে উঠিনা সেটা বুঝতে পারিনা। তবে এবার নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবো জয় পেতে। ’

পাকিস্তানকে হারানোর প্রত্যয় ব্যক্ত করলেও ভারত ভীতি কিন্তু জাহানারার মধ্য বেশ প্রবলই মনে হলো। ভারতের বিপক্ষেও ২০১২ সাল থেকে আজ অব্দি ৭টি টি-টোয়েন্টি খেলেছে গামাগের শিষ্যরা। কিন্তু প্রতিটিতেই হারতে হয়েছে বাংলাদেশকে। তাই ভীতিটা হয়তো একটু প্রবলই। কারণ, ভারতই এবারের স্বাগতিক। জাহানারা জানান, ‘ভারত অনেক শক্তিশালী। দেখছেন না সম্প্রতি কীভাবে ওরা অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। ’
 
একথা ঠিক যে, ভারত এবারের স্বাগতিক হয়ে এগিয়েই থাকবে। তারপরেও সাহস রাখছেন বাঘিনী অধিনায়ক জাহানারা, ‘ আমরা নির্ভীক। আমরা এগিয়ে যাব। যে দলই আসুক না কেন এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচই আমরা সেরা খেলাটি খেলেই লড়বো। ’

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।