ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শনিবার অনুশীলনে নামছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
শনিবার অনুশীলনে নামছে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য গত ০৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে গিয়েছিলেন মাশরাফি-মাহমুদুল্লাহরা। চট্টগ্রামের প্রস্তুতি পর্ব শেষ করে মঙ্গলবার রাতে ঢাকায় ফেরেন টাইগাররা।

তিন দিনের ছুটি কাটিয়ে আগামীকাল (২০ ফেব্রুয়ারি) মিরপুরে অনুশীলনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দুবাই থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শনিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে থাকবেন তারা।  

এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল খেলছেন না পাঁচ জাতির এ আসরে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য শিগগিরই ব্যাংকক যাবেন এ বাঁহাতি ওপেনার।   তার জায়গায় স্কোয়াডে রাখা হয়েছে আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসকে।

আগামী ২৪ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের মূল লড়াই।   বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল খেলবে মূলপর্বে।

বাছাইপর্বে অংশ নিচ্ছে আফগানিস্তান, ওমান, আরব আমিরাত ও হংকং।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।