ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাছাইপর্বের খেলা দেখতেও দর্শক-ঢল ফতুল্লায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বাছাইপর্বের খেলা দেখতেও দর্শক-ঢল ফতুল্লায় ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে:  বরাবরই মাঠের ‘প্রাণ’  দর্শক। যতই হাড্ডাহাড্ডি লড়াই হোক না কেন দর্শক ছাড়া খেলা জমে? এশিয়া কাপের মূলপর্বের ম্যাচ নেই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

তাতে যেন বিন্দুমাত্র আক্ষেপ নেই ফতুল্লাবাসীর। বাছাইপর্বের ম্যাচ তো আছে! এটি থেকেই বিনোদন খুঁজছেন ফতুল্লার দর্শকরা।

টি-টোয়েন্টির বিনোদন থেকে বঞ্চিত না হতে বাছাইপর্বের  ম্যাচ দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে হাজির প্রায় হাজার পাঁচেক দর্শক। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এরাই জমিয়ে তুলেছেন বাছাইপর্বের উদ্বোধণী  ম্যাচকে (আফগানিস্তান-আরব আমিরাত)।

আমিরাতের ব্যাটসম্যানরাও বঞ্চিত করেননি মাঠে আসা দর্শকদের। ২০ ওভারে তারা চার উইকেট হারিয়ে তুলেছে ১৭৬ রান।   তাদের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারির সঙ্গে সাতটি ছক্কার মার। মাঠের দর্শকরা আগ্রহভরেই উপভোগ করেছেন আমিরাতের ব্যাটিং।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।