ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে পানির তৃষ্ণা মেটাবে ফ্রেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এশিয়া কাপে পানির তৃষ্ণা মেটাবে ফ্রেশ

ঢাকা: মাঝে আর মাত্র এক দিন। তারপরেই মিরপুরে শুরু হচ্ছে এশিয়ার পাঁচ জাতির ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ ২০১৬।

আর এই টুর্নামেন্টের অফিশিয়াল পানীয় হিসেবে থাকছে ফ্রেশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ-২০১৬ এর গোল্ড স্পন্সর ও বেভারেজ পার্টনার হয়েছে ফ্রেশ। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম সেরা এ কোমল পানীয় এর আগেও ক্রিকেটের সঙ্গে নানাভাবে যুক্ত ছিল।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল সহ মোট ৫টি দলের অংশগ্রহণে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপের ১৩ম আসর।

২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।