ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘নিজেদের দিনে যে কোনো কিছুই হতে পারে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
‘নিজেদের দিনে যে কোনো কিছুই হতে পারে’ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘নিজেদের দিনে যে কোনো কিছুই হতে পারে’- একটি লাইনেই মনের ভেতরের সুপ্ত বাসনার প্রকাশ ঘটালেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভারতকে আসলে হারাতেই চাইছে বাংলাদেশ।

মাঠে নামতে চাইছে জয়ের জন্য।

জয়ের বাসনার কথা একটু ঘুরিয়ে বলার কারণ হতে পারে টি-২০’তে ভারতের সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্সের ফারাক! অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান ভারতের। আর বাংলাদেশ আছে আফগানিস্তানেরও পরে, ১০ নম্বরে।   

কাগজে-কলমের এ পার্থক্য মাঠের খেলায় অবশ্য দেখতে চান না মাশরাফি। শক্তিশালী ভারতকে ‍হারাতে হলে যে তিনটি বিভাগেই জ্বলে উঠতে হবে ক্রিকেটারদের সে ইঙ্গিত দিলেন মাশরাফি, ‘ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে গেলে আমাদের তিন বিভাগেই আপ টু মার্ক থাকতে হবে। আমরা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে পারি। ফল কি হবে সেটা নিয়ে চিন্তা করার থেকে ভালো খেলা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই চিন্তা করছি। আর নিজেদের দিনে যেকোনো কিছুই হতে পারে। ’

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। পাঁচ দলের লড়াইয়ে শুরুতেই প্রতিপক্ষ ভারত, এটা চ্যালেঞ্জ হয়ে গেল কিনা দলের জন্য? ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমি বিশ্বাস করি ভালোই হয়েছে। আল্লাহ না করুক আমরা খারাপ কিছু করে ফেললে আবার সুযোগ পাবো ভালো কিছু করার। আর ভালো হলে পুরো দল আত্মবিশ্বাস পেয়ে যাবে। ’

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশ তেমন সাফল্য না পেলেও একটা আশার বানী শোনালেন মাশরাফি, ‘এ মুহূর্তে আমরা একটা জিনিস নিয়ে ভাবতে পারি, ব্যর্থতা নিয়ে না ভেবে ক্রিকেট খেলা। টি-২০’তে পারিনি এটা সত্যি কথা। পারিনি, এটা সব সময় ভেবে খেলতে থাকলে কখনোই পারব না। আমরা চেষ্টা করছি ব্যর্থতা নিয়ে না ভাবতে। যেটা আমরা ওয়ানডেতে করে আসছি। আমরা যদি এটা করতে পারি অবশ্যই আমরা ভালো করবো। ’

ওয়ানডেতে যে বাংলাদেশ ঘরের মাঠে দুমড়ে-মুচড়ে দেয় প্রতিপক্ষকে সে দল টি-২০’তে কেন সফল হবে না? মাশরাফির কথার রেশ ধরে, টি-টোয়েন্টিতে বদলে যাওয়ার শুরু হোক না বুধবার (২৪ ফেব্রুয়ারি) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ থেকেই।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।