ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের ভাবনায় কেউ নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
মুস্তাফিজের ভাবনায় কেউ নেই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভাবনা আছে, থাকতে পারে শঙ্কাও। তাইতো তার বোলিং নিয়ে চলে পর্যবেক্ষণ।

তার স্লোয়ারের গতি-প্রকৃতি নিয়ে হয় হোমওয়ার্ক, বিশ্লেষণ। অন্তত বাংলাদেশ সফরে কোনো দল আসলে তো মাথা ব্যাথার নাম ওই মুস্তাফিজই। তবে মুস্তাফিজের মাথায় কিংবা ভাবনায় নেই প্রতিপক্ষের কোনো তারকা ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের নিয়ে হোমওয়ার্কেরও প্রয়োজন পড়ে না তার।

কেন ভাবনা নেই, সেটা জানুন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফির কথা থেকেই, ‘মুস্তাফিজের সব সময় আত্মবিশ্বাস থাকে। তার যেই স্লোয়ারটা আছে সেটাকে আমরা বলি কাটার। মুস্তাফিজ সেটা বিভিন্নভাবে করতে পারে। একটা ম্যাচের আগে সে কখনোই একটা ব্যাটসম্যান কিংবা কোনো দল নিয়ে চিন্তা করে না। তার নিজের পারফরম্যান্সটাকেই সে বিশ্বাস করে। মুস্তাফিজের বোলিংয়ে যে অস্ত্র আছে সেগুলোতে তার বিশ্বাস থাকে, ব্যাটসম্যান কি করবে সেটা চিন্তা করে না। এটা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যুদ্ধে জয়ী করে দেয়। ’

গত জুনে মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ওয়ানডে সিরিজে নাকাল হয়েছিল ভারত। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়েও বড় অবদান ছিল এই বাঁহাতি পেসারের। ক্যারিয়ারের প্রথম দুই সিরিজের ছয় ম্যাচে ১৮ উইকেট নিয়ে ক্রিকেট-দুনিয়ায় হৈচৈ ফেলে দেওয়া মুস্তাফিজকে নিয়ে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকেও ভাবতে হচ্ছে, ‘মুস্তাফিজকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ বোলিং করে আসছে সে। অবশ্যই এই টুর্নামেন্টেও সে হতে যাচ্ছে বড় একটি ফ্যাক্টর। ’

মুস্তাফিজের কাটার সম্পর্কে কোহলির বক্তব্য, ‘খেলাটায় নতুন কিছু নিয়ে এসেছে মুস্তাফিজ, খেলাটাকে আরও রোমাঞ্চকর করেছে। ক্রিকেটের জন্য এটি গুরুত্বপূর্ণ, এমন কিছু বোলার থাকা। যারা ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে। ’

মুস্তাফিজ সম্পর্কে যে যাই বলুক না কেন মুস্তাফিজ তাতে বিচলিত নন, তার ধরনটাই নাকি এমন-জানালেন মাশরাফি,  ‘মুস্তাফিজকে নিয়ে সবাই যেটা চিন্তা করছে... সে তার সম্পূর্ণ বিপরীত। চিন্তার পুরো বাইরে। অনেক সময় দেখা যায় অনেকেই বাইরে আলোচনা করলে সেগুলো নিয়ে তরুণ ক্রিকেটাররা মাথা ঘামায়, চিন্তা করে। মুস্তাফিজ সম্পূর্ণ উল্টো। ক্রিকেট মাঠে বোলিং করে, ম্যাচটি খেলে। এর বাইরে ক্রিকেট নিয়ে তার কোনো কথা নেই। খেয়ালও করে না যে তাকে নিয়ে কোনো কথা হচ্ছে কি, হচ্ছে না। মুস্তাফিজকে নিয়ে কথা হচ্ছে আর সে এটা নিয়ে প্রেসার নেবে সে এমন ছেলে না। এটা ওর জন্মগত পাওয়া। ’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।