ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হিলফেনহাসের এক উইকেটের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
হিলফেনহাসের এক উইকেটের আক্ষেপ

ঢাকা: নিয়মিত ইনজুরির কারণে প্রথম শ্রেণির ক্রিকেট ছেড়েই দিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার বেন হিলফেনহাস। তবে মেলবোর্ন স্টারর্সের হয়ে খেলা এ ডানহাতি পেসার টি-টোয়েন্টি ক্রিকেট সহ সীমিত ওভারের খেলা নিয়মিত খেলতে চান।



হিলফেনহাস প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ২৯.৩৪ গড়ে ৩৮৭টি উইকেট পেয়েছেন।

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে টেস্টে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জোহার্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হিলফেনহাসের অভিষেক হয়। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় একই বছর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে। পাঁচ ম্যাচে তুলে নেন ২২ উইকেট। আর ২০১১-১২ সালে ভারতের বিপক্ষে চার ম্যাচে পান ২৭টি উইকেট।

তার ক্যারিয়ারে ২৭ টেস্টে যোগ হয় ৯৯টি উইকেট। আর হিলফেনহাসের আক্ষেপটা এখানেই। আর একটি উইকেট পেলেই তার ক্যারিয়ারে ১০০ উইকেটের একটি মাইলফক যোগ হতো। তাই অজি নির্বাচকদের কাছে একটি ম্যাচ খেলার সুযোগও চাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।