ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

চার পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
চার পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিরপুরে শুরু হয়েছে এশিয়া কাপের ১৩তম আসর। আর এই আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতকে মোকাবেলা করতে চার পেসার নিয়ে নেমেছে স্বাগতিকরা।



তাসকিন, মাশরাফি, আল-আমিন ও মুস্তাফিজ এই চার টাইগার পেসার কোহলি-শর্মাদের বিপক্ষে বল করবেন।  

এছাড়া দলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন সাকিব, সৌম্য, রিয়াদ, মোহাম্মদ মিথুন, ইমরুল, মুশফিক ও সাব্বির ।

আজকের ম্যাচে পিচে থাকছে সবুজ ঘাস। তাই পেস সহায়ক হওয়ায় চার পেসার দারুণ কিছু করতে পারে ভারতের বিরুদ্ধে। এর আগে গত বছরের জুনে এই ভারতের বিপক্ষেই চার পেসার নিয়ে মাঠে নেমেছিলো টাইগাররা।
 
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।