ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যাচ মিস খেলারই অংশ: মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ক্যাচ মিস খেলারই অংশ: মাশরাফি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের ব্যাটিং ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলটি বেশ ভালই ডেলিভারি দিয়েছিলেন তাসকিন। ভারতের ইনফর্ম ব্যাটসম্যান রোহিত শর্মার তখন ব্যক্তিগত সংগ্রহ মাত্র ২১ রান আর ভারতের দলীয় সংগ্রহ ৫২ রান।



তাসকিনের সেই বলটি খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন রোহিত, সেখানে তখন ফিল্ডিং করছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ক্যাচটি নিতে না পারায় জীবন পান রোহিত। আর তারপরেই শুরু হয় তার ব্যাটিং ঝড়।

সেই ঝড় চলে ২০তম ওভার পর্যন্ত। আর রোহিত খেলেন ৫৫ বলে ৮৩ রানের এক বিষ্ফোরক ইনিংস। ফলে ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৬ রান। রোহিত ওই সময় আউট হয়ে গেলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলে মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘অবশ্যই রোহিতের ক্যাচটি সাকিব নিতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। তবে, ক্যাচ মিস খেলারই একটি অংশ। ’

ভারত বাংলাদেশকে যে লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল তা অতিক্রম করা কঠিন হলেও অসম্ভব ছিলনা বলেও মত দিলেন মাশরাফি।
 
এদিকে, ম্যাচে সতীর্থদর বোলিং-ব্যাটিংও আশানুরুপ ছিলনা তাই হারতে হয়েছে বলেও মত মাশরাফির, ‘আমাদের ব্যাটিং খু্ব বেশি ভাল ছিলনা। অল্প রানেই বেশ কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় আমরা ব্যাটিংয়ে ততটা জ্বলে উঠতে পারিনি। আর ১২ ওভারের পর ডিউ ফ্যাক্টর শুরু হওয়ায় আমাদের বোলাররা বল গ্রিপ করতে পারেনি। তাই শেষের ১০ ওভারে রান একটু বেশিই দেয়া হয়ে গেছে। ’

এর বাইরে আরও একটি বিষয়কে হারের অন্যতম কারণ হিসেবে কাঠগড়ায় দাঁড় করালেন টাইগার দলপতি। আর সেটি হলো, মাঠে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে না পারা। তিনি জানান, ‘আমরা আমাদের ম্যাচ পরিকল্পনার সঠিক বাস্তবায়ন মাঠে করতে পারিনি, তাই ফলাফল এমন হয়েছে। ’

তবে, প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের বিস্মৃতি পরের ম্যাচ দিয়েই ভুলতে চাইছেন ম্যাশ। শুধু তাই নয়, এই ম্যাচের ভুলগুলো শুধরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাইছেন টাইগার দলপতি।
 
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

** ক্যাচ মিসের মাশুল গুনলো বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।