ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার সামনে আরব আমিরাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
শ্রীলঙ্কার সামনে আরব আমিরাত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে এশিয়া কাপের মূলপর্বে উঠে চমক দেখিয়েছে আরব আমিরাত। এশিয়া কাপের ১৩তম আসরের চূড়ান্ত পর্বে পঞ্চম দল হিসেবে অনেকেই ধরে রেখেছিলেন আফগানিস্তানকে।

  কিন্ত সবাইকে একরকম তাক লাগিয়েই মূলপর্বে উঠে এসেছে তারা।

মূলপর্বের শুরুতেই কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে তাদের। প্রথম ম্যাচেই আমিরাতের প্রতিপক্ষ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কা-আমিরাত ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

সামর্থ্যের বিচারে আমিরাতের চেয়ে সব বিভাগেই এগিয়ে শ্রীলঙ্কা। তবে খেলাটি যেহেতু টি-টোয়েন্টি, আমিরাত চাইবে অঘটন ঘটাতে। বাছাইপর্বের ম্যাচগুলোতে যেভাবে ব্যাট-বলের দাপট দেখিয়েছে তারা, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রোমাঞ্চকর হয়ে উঠতে পারে আজকের ম্যাচটি। পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অবশ্য চাইবে না ম্যাচে আমিরাতকে জ্বলে ওঠার কোনো সুযোগ দিতে।

লাসিথ মালিঙ্গার নেতৃত্বে মাঠে নামবে শ্রীলঙ্কা দল। মালিঙ্গা দলে থাকায় পেস আক্রমণ অনেক শক্তিশালী হয়েছে দলটির। বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথও ফিরেছেন। টপঅর্ডারে তিলকারত্মে দিলশান, দিনেশ চান্দিমাল, চামারা কাপুগেদারা আছেন। আর অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।