ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সোয়া ১ ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
সোয়া ১ ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২৭ ফেব্রুয়ারি, শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঞ্চস্থ হবে উত্তেজনার বারুদে ঠাসা এক লড়াইয়ের। কাদের লড়াই? বুঝতে কষ্ট হওয়ার কথা নয়।

ভারত-পাকিস্তানের সে লড়াই দেখার টিকিট মাত্র সোয়া ১ ঘণ্টার মধ্যেই শেষ!

এশিয়া কাপের চলমান আসরের চতুর্থ ম্যাচে শনিবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে সন্ধ্যা সাড়ে সাতটায় গড়াবে হাইভোল্টেজ এ ম্যাচটি।

এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দু’টি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে সবশেষ খেলেছিল। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত সে ম্যাচের আগে টিকিট বাজারে ছাড়ার মাত্র ১২ মিনিটেই শেষ হয়ে যায়।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের এশিয়া কাপ মিশন। আর ম্যাচটির টিকিট যে সোনার হরিণে পরিণত হবে সেটি আগেই টের পাওয়া গিয়েছিল।

আগের দিন বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সংগ্রহ করতে ইউসিবি’র মিরপুর শাখায় টিকিট প্রত্যাশীরা দীর্ঘ লাইন ধরেন। কিন্তু, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) টিকিট বিক্রি শুরুর মাত্র সোয়া ১ ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়। জানা যায়, শুক্রবার সকাল ১০টায় ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু সোয়া ১১টায় ব্যাংক কর্তৃপক্ষ টিকিট শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বুথ বন্ধ করে দেয়। টিকিট সংগ্রহের জন্য লাইন ধরে থাকা টিকিট প্রত্যাশীরা উত্তেজিত হয়ে উঠলে পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকে ঠাসা স্টেডিয়ামের গ্যালারি। চাপা উত্তেজনা-উৎকন্ঠা, আবার কখনো উচ্ছ্বাস-উন্মাদনা। শুধু স্টেডিয়ামেই নয়, টেলিভিশনের পর্দায় কোটি দর্শক চোখ রেখে উচ্ছ্বাস-উন্মাদনার সমুদ্রে ভাসবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।