ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ছেলের বাবা হলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
ছেলের বাবা হলেন তামিম

ঢাকা: বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বাঁহাতি ড্যাশিং এ ক্রিকেটার নিজের ফেসবুক পেজে ‘পুত্র সন্তান’ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে ব্যাংককের একটি হাসপাতালে জন্ম নেয় তামিমের প্রথম সন্তান।

তামিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ‘একগুচ্ছ খুশি এসেছে আজ আমাদের পৃথিবীতে। উপরওয়ালার কৃপায় আমাদের ঘরে একটি পুত্র সন্তান এসেছে। ছেলে এবং মা দু’জনই সুস্থ আছে। তবে ডাক্তার আগামী ২৪ ঘণ্টা তাদের পর্যবেক্ষণে রাখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

এর আগে সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে দেশের মাটিতে এশিয়া কাপ না খেলে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল।

২০১৩ সালের ২২ জুন বিয়ে করেন তামিম ইকবাল ও আয়শা সিদ্দিকি। এবারই তাদের ঘরে প্রথম সন্তান আসলো।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।