ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে রোববার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান বিশ্ব চাম্পিয়ন ও এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি তাই টিম বাংলাদেশের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করছে।



এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে পয়েন্ট হারানো টাইগাররা দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও টুর্নামেন্টের ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

রোববার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে টি-টোয়েন্টি ফরমেটে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি লাল-সবুজের দল। তাই প্রথমবারের মতো লঙ্কানদের ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে হারাতে মুখিয়ে আছে টাইগাররা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে লঙ্কানরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফর্মে কোনো দলই এগিয়ে নেই। কেউ কারো চেয়ে কম যায়নি। সবশেষ খেলা পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে তিনটি ম্যাচে। অপরদিকে, শ্রীলঙ্কাও তাদের সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতলেও হেরেছে তিনটিতে। সবশেষ তারা ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজ হারে ২-১ ব্যবধানে। আর বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ চার ম্যাচ সিরিজে ২-২ এ সমতা রাখে।

লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনের অবসরের পর এবারই প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৪ রানে হারায় লঙ্কানরা। তবে, ব্যাটিং ইনিংসে ১২৯ রানেই গুটিয়ে গিয়েছিল লাসিথ মালিঙ্গার দলটি। ব্যাটিংয়ে সেরা ফর্মে নেই লঙ্কান ব্যাটসম্যানরা। অপরদিকে টাইগার বোলাররা নিজেদের দুই ম্যাচেই দারুণ পারফর্ম দেখিয়েছেন।

সম্ভাব্য বাংলাদেশ দল: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

সম্ভাব্য শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্ডা শ্রীবর্ধানে, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, চামারা কাপুগেদারা, সিহান জয়সুরিয়া, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, দুসমন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা/থিসারা পেরেরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।