ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির কুশপুতুল দাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আফ্রিদির কুশপুতুল দাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের চলমান আসরে অন্যসব ম্যাচের থেকে ভারত-পাকিস্তান ম্যাচটিকেই ধরা হয়েছিল ‘হাইভোল্টেজ’ ম্যাচ হিসেবে। আর এ ম্যাচে বাজে পারফর্ম করা পাকিস্তানের দলপতি শহীদ আফ্রিদির কুশপুতুল ও তার ছবিসহ পোস্টার জ্বালিয়ে নিজেদের ক্ষোভ মিটিয়েছেন দেশটির কিছু ক্রিকেট ভক্ত।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান মাত্র ৮৩ রানেই অলআউট হয়। জবাবে ২৭ বল হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো তাদের সবশেষ সংস্করণে জানাচ্ছে, ম্যাচ শেষে পাকিস্তানের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসে মানুষ। অনেকে নিজেদের টেলিভিশন ভেঙে ফেলেন। কেউ কেউ হতাশা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে নানারকম সমালোচনা করে স্লোগান দিতে থাকেন।

মিরপুরে যখন ভারত-পাকিস্তান ম্যাচ চলছিল করাচিসহ পাকিস্তানের বিভিন্ন শহরে জায়ান্ট স্ক্রিনে খেলাটি সরাসরি সম্প্রচার করা হয়। ম্যাচ শেষে সেখানে উপস্থিত বেশ কিছু অন্ধ-ভক্ত পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদির কুশপুতুল দাহ করেন। এছাড়া আফ্রিদি ও দলের অন্য ক্রিকেটারদের পোস্টার পুড়িয়ে দেন। করাচির পাশাপাশি পাঞ্জাব প্রদেশেও এমন ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।