ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে মুস্তাফিজ, স্কোয়াডে ফিরছেন তামিম

স্পোটস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ইনজুরিতে মুস্তাফিজ, স্কোয়াডে ফিরছেন তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সাইড স্ট্রেইন ইনজুরিতে মুস্তাফিজুর রহমান ভুগছিলেন জিম্বাবুয়ে সিরিজ থেকে। এবার সে চোট বাড়ায় এশিয়া কাপ থেকে ছিটকে পড়ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

তার জায়গায় দলে ঢুকছেন তামিম ইকবাল।

এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন না তামিম ইকবাল। তবে এখন মুস্তাফিজ চোটে পড়ায় বিকল্প হিসেবে তামিমকে নেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সে জন্য অবশ্য আগে এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে। শেষ পর্যন্ত মুস্তাফিজের জায়গায় তামিম দলে আসছেন কি না, তা অবশ্য আজই (২৯ ফেব্রুয়ারি) পরিষ্কার হয়ে যেতে পারে।

আগামী বুধবার (০২ মার্চ) এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এসকে/অারএম

** দেশে ফিরেই অনুশীলনে তামিম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।