ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পারলেন না সাইমান আনোয়ার

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
পারলেন না সাইমান আনোয়ার ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আর মাত্র চারটি রান তাহলেই ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের দেখা পেতেন সাইমান আনোয়ার। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে যেখানে সতীর্থরা একে একে সবাই ব্যর্থ, তখন একাই ব্যাট হাতে লড়েছেন  আমিরাতের টপ অর্ডার সাইমান আনোয়ার।



মিরপুর স্টেডিয়ামে ৪২ বলে ৪৬ রানের দাপুটে এক ইনিংস খেলে দ্বিতীয় অর্ধশতকের খুব কাছ গিয়েও মোহাম্মদ ইরফানের বলে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ইসিংসের সমাপ্তি টানতে বাধ্য হয়েছেন।

এর আগে, সাইমান নিজের প্রথম অর্ধশতকের দেখা পেয়েছিলেন গেল বছরের ২২ নভেম্বর ওমানের বিপক্ষে।  

সোমবার (২৯ ফেব্রুয়ারি) এশিয়া কাপের সপ্তম ও নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটে নামলেও দলটির বোলিং আক্রমণের সামনে অসহায়ই মনে হয়েছিল আরব আমিরাতের ব্যাটসম্যানদের।

পাক বোলার মোহাম্মদ সামি ও মোহাম্মদ আমিরের বলে ব্যক্তিগত ১ রান করে ফিরেছেন দুই ওপেনার রোহান মুস্তফা ও মোহাম্মদ কলিম।

এরপর, মোহাম্মদ ইরফান ফিরিয়ে দিয়েছেন দলটির টপ অর্ডারের ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। আউট হওয়ার আগে শাহজাদ খেলেছেন ৫ রানের ইনিংস।
আর আফ্রিদির শিকার হয়ে ব্যক্তিগত ৯ রানে নিজের ইনিংসের সমাপ্তি টেনেছেন ওসমান মোস্তাক।

তবে সতীর্থরা একে একে ফিরে গেলেও ব্যাট হাতে এদিন একাই আলো ছড়িয়েছেন সাইমান। পাকিস্তানের বোলারদের মতো বিশ্বসেরা বোলিং লাইনআপের সামনেও এতটুকু ভয় পাননি। ৫ চার ও ২ ছয়ে, ১০৯.২ স্ট্রাইক রেটে আফ্রিদি-ইরফানের মতো বোলারদের বল রীতিমত তাড়া করে ৪২ বলে ৪৬ রানের এক কার্যকরী ইনিংস খেলেছেন সাইমান।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।