ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শোয়েব-আকমলের রেকর্ডে পাকিস্তানের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
শোয়েব-আকমলের রেকর্ডে পাকিস্তানের জয় ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে শুরুর ধাক্কা কাটিয়ে সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে শহীদ আফ্রিদির দল।

রেকর্ড জুটি গড়ে দলকে জেতান পাকিস্তানের শোয়েব মালিক-উমর আকমল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শায়মান আনোয়ারের ৪৬ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে ১৩০ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আরব আমিরাত। জবাবে, ৮ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে পাকিস্তান।

 টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর চাপ সামলে ২০ ওভারে ছয় উইকেটে ১২৯ রান তোলে আমিরাত। সোমবারের (২৯ ফেব্রুয়ারি) ম্যাচটিতে পাকিস্তানি পেসারদের দাপটে শুরুতেই ব্যাকফুটে চলে যায় আমিরাত। ১২ রানেই টপঅর্ডারের তিন উইকেট তুলে নেন আমির, সামি, ইরফান।

এরপর শায়মান আনোয়ার প্রতিরোধ গড়ে দলকে টেনে নিয়ে যান। শায়মান আনোয়ার পেসার ইরফানের দ্বিতীয় শিকার হয়ে যখন বিদায় নেন দলীয় স্কোর তখন পাঁচ উইকেটে ৭২।

শেষদিকে অধিনায়ক আমজাদ জাভেদ ও মোহাম্মদ উসমানের  ঝড়ো ব্যাটিংয়ে ১২৯ রানের লড়াকু পুঁজি পায় আমিরাত। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান যোগ করেন ৪৬ রান। শেষ অবধি আমজাদ অপরাজিত থাকেন ২৭ রানে। ওসমানের ব্যাট থেকে আসে ২১।

আগের ম্যাচের মতো এদিনও অসাধারণ বোলিং করেন মোহাম্মদ আমির। চার ওভারে ৬ রান দিয়ে নেন দুটি উইকেট। দুটি উইকেট নেন আরেক পেসার মোহাম্মদ ইরফান। একটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ সামি ও শহীদ আফ্রিদি।

১৩০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভরকে যায় পাকিস্তান। ওপেনার সারজিল খান ৪, তিন নম্বরে নামা খুররম মনজুর ০ আর আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ বিদায় নেন ১১ রান করে। দলীয় ১৭ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান।

তবে, শোয়েব মালিক আর উমর আকমলের দুর্দান্ত জুটিতে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। দুই ব্যাটসম্যানই অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকেন। মালিক ৭টি চার আর তিনটি ছক্কায় ৪৯ বলে করেন ৬৩ রান। আর আকমলের ব্যাট থেকে আসে ৫০ রান। তার ৪৬ বলে সাজানো ইনিংসে তিনটি ছক্কার সঙ্গে ছিল দুটি চারের মার।

এ দুই অপরাজিত ব্যাটসম্যান ১১৪ রানের জুটি গড়ে দলকে জয় পাইয়ে মাঠ ছাড়েন। যা টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছে। চতুর্থ উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ইয়ন মরগান আর কেভিন পিটারসেন ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

** পাকিস্তানকে ১৩০ রানের চ্যালেঞ্জ দিল আমিরাত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।