ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াকারের ‘মালিক-আকমল’ বন্দনা, ভাবনায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ওয়াকারের ‘মালিক-আকমল’ বন্দনা, ভাবনায় বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আরব আমিরাতের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩০ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে  ব্যাট হাতে শুরুটা একেবারেই ভাল করতে পারেননি দলটির প্রথম তিন ব্যাটসম্যান।

ভালো তো দূরে থাক, ব্যক্তিগত ১৫ রানও করতে পারেননি হাফিজ, শারজিল ও খুররাম মঞ্জুর। দলীয় ১৭ রানে এই তিন টপঅর্ডারকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল শহীদ আফ্রিদির দল।

কিন্তু সেই চাপ সামলে চতুর্থ উইকেটে ১১৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন শোয়েব মালিক ও উমর আকমল। যা আন্তর্জাতিক টে-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড। এর আগে ইংল্যান্ডের ইয়ন মরগান আর কেভিন পিটারসেন চতুর্থ উইকেট জুটিতে ১১২ রান তোলেন। দলটির হয়ে এদিন শোয়েব মালিক খেলেছেন অপরাজিত ৬৩ আর উমর আকমল খেলেছেন অপরাজিত ৫০ রানের ইনিংস। ফলে পাকিস্তানও পেয়েছে এশিয়া কাপে এবারের আসরের প্রথম জয়।

ফলে সঙ্গত কারণেই দুই শিষ্যের প্রশংসা করলেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়াকার বলেন, ‘আরব আমিরাতের বিপক্ষে আমাদের জয়ের পুরো কৃতিত্বই শোয়েব মালিক ও উমর আকমলের। তাদের দু’জনের দৃঢ় ব্যাটিংই এশিয়া কাপে আমাদের প্রথম জয় এনে দিয়েছে। আসলে দুজনেই অনেক পরিপক্কতার পরিচয় দিয়েছে। বিশেষ করে আমি বলবো শোয়েব মালিকের কথা। বিশ্বের বিভিন্ন দেশে খেলে তার অভিজ্ঞতা যেমন বেড়েছে তেমনি, পরিপক্কও হয়েছে। আরেকটি ব্যাপার হলো টো-টোয়েন্টি ক্রিকেটে শোয়েব যথেষ্টই নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। আর এই ফরমেটে সে খেলেও দারুণ। ’

এদিকে ২ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মোকাবেলা করবে পাকিস্তান। যেখানে ইনজুরির কারণে টাইগারদের হয়ে খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। তার অনুপস্থিতি পাকিস্তানকে কোন স্বস্তি দিচ্ছে কীনা? এমন প্রশ্নের জবাবে ওয়াকার বলেন, ‘আমি বিষয়টি অবগত যে, ইনজুরির কারণে আমাদের বিপক্ষে মুস্তাফিজ খেলতে পারছেনা। তবে আমরা একজনকে নিয়ে ভাবতে চাইনা। আমাদের ভাবনায় পুরো বাংলাদেশ দল। ’

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।