ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুপালি পর্দায় যুবরাজের জীবনকাহিনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
রুপালি পর্দায় যুবরাজের জীবনকাহিনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জীবন যুদ্ধে বার বার জিতেছেন যুবরাজ সিং। জয় করেছেন ক্যান্সারের মতো দুরারোগ্যকে।

দল থেকে বাদ পড়ে ফিরেছেন আবারও। এবার তারই জীবনকাহিনী নিয়ে তৈরি হবে সিনেমা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিনের পর নির্মিত হচ্ছে যুবরাজের ছবি।

এই ছবি নির্মান করবে লস এঞ্জেলেসের অ্যাপেক্স এন্টারটেইনমেন্ট। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। ছবি তৈরির ব্যাপারটি নিশ্চিত করেছে অ্যাপেক্স এন্টারটেইনমেন্ট।   ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন যুবরাজ সিংহ। তবে বিশ্বকাপের পরেই তার ক্যান্সার ধরা পড়ে ।  

যুবরাজকে নিয়ে তৈরি ছবিতে তার ক্রিকেটজীবন তো থাকবেই, থাকবে তার জীবনের অনেক না বলা ঘটনা। তার জীবনযুদ্ধের কাহিনী তুলে ধরা হবে রুপালি পর্দায় । ক্যান্সারের আক্রমণকে কিভাবে গ্যালারিতে ঠেলে পাঠিয়েছেন তিনি, সে তো ছবির বড় অংশ।

ছবিতে অভিনয় করতে দেখা যাবে যুবরাজের বাবা যুগরাজ সিং ও মা শবনম সিংকে। যুবির ভূমিকায় এই ছবিতে কাকে অভিনয় করতে দেখা যাবে, তা অবশ্য এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।