ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের দায়িত্ব ছাড়ছেন ম্যাকডারমট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
অজিদের দায়িত্ব ছাড়ছেন ম্যাকডারমট ক্রেইগ ম্যাকডারমট (ডানে)/ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার পেস আক্রমণের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রেইগ ম্যাকডারমট। তবে অজিদের সঙ্গে আর খুব বেশিদিন থাকছেন না তিনি।

চুক্তি নবায়নে রাজি না হওয়ায় ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ শেষেই সহকারী কোচের পদ ছাড়বেন সাবেক অজি পেসার ম্যাকডারমট।

নিজের ক্রিকেট একাডেমিতে মনোযোগ দেওয়ার জন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ম্যাকডারমট। তাই আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপই হচ্ছে অস্ট্রেলিয়া দলের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট।

অজিদের হয়ে ম্যাকডারমটের পথচলা শুরু হয় ২০১১ সালের মে মাসে। ঘরের মাঠে ৩-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারের পর বোলিং কোচ ট্রয় কুলির স্থলাভিষিক্ত হয়েছিলেন। অধিক কাজের চাপে এক বছরের মাথায় এ পদ থেকে সরে দাঁড়ান। পরে ২০১৩-১৪ সালে অ্যাশেজ সিরিজ সামনে রেখে আগের পজিশনে যোগ দেন। সেবার ইংল্যান্ডকে হোয়াইওয়াশ (৫-০) করেছিল অজিরা।

এরপর ২০১৪ সালের মে মাসে সহকারী কোচ হিসেবে দু’বছরের চুক্তি করেন ম্যাকডারমট। অজিদের পেস আক্রমণে অন্যতম ভূমিকা রাখেন তিনি। তরুণ পেসারদের পরিণত করার পেছনে তার অবদান অপরিসীম।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান তার ‘ডানহাত’ ম্যাকডারমটের ভূয়সী প্রশংসা করেছেন, ‘ক্রেইগ অস্ট্রেলিয়া দলের সফলতায় চমৎকার অবদান রেখেছেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের বোলাররা অনেক উপকৃত হয়েছে। বিশেষ করে, তরুণ পেস বোলার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, প্যাট কামিন্স ও নাথান কোল্টার নাইলের উন্নতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ’

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।