ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ছোট ছোট উন্নতিতে জোর দিচ্ছেন মাশরাফি

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ছোট ছোট উন্নতিতে জোর দিচ্ছেন মাশরাফি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: খেলা শেষে জয়-পরাজয়ের খবরটাই রাখেন সবাই। তবে একটা দল যখন দিনে দিনে উন্নতির মধ্য দিয়ে যায় তখন তাকাতে হয় ছোট ছোট উন্নতির দিকেও।

অনেক সময় ছোট দলের জন্য তীব্র লড়াই শেষে হারও উন্নতির প্রতিচ্ছবি হিসেবে ধরা দেয়। আবার সাধ্যমতো চেষ্টার পরেও হার এলে ওই চেষ্টাটাই হয়ে যায় পরবর্তী ম্যাচে জয়ের সোপান।  

তেমন চেষ্টা, ম্যাচের মধ্যে ক্রিকেটারদের নিবেদন ও ছোট ছোট উন্নতিকে বেশি গুরুত্ব দিয়ে ক্রিকেটের ছোট সংস্করণেও ভালো দল হয়ে উঠতে চাইছেন মাশরাফি। যেখানে আপাত দৃষ্টিতে ব্যর্থই বাংলাদেশ।

এর আগে মাশরাফিরা যেমন টানা তিনটি সিরিজ জিতে ওয়ানডেতে প্রমান করেছেন তেমনি উন্নতি টি-টোয়েন্টিতে পেতে হলে আরও সময় প্রয়োজন- মনে করছেন মাশরাফি।

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে মাঠে নামার আগে জয়-পরাজয়ই যখন সবার একমাত্র চিন্তা তখন মাশরাফি নিজেদের ফোকাসের জায়গা স্পষ্ট করলেন, ‘জয়-পরাজয় দিয়েই হয়তোবা সবাই কাউন্ট করে। এটা খুবই স্বাভাবিক। এটাও স্বাভাবিক যে, জিততে পারলে আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু একটা টিম যখন একটা অবস্থা থেকে আরেকটা ভালো অবস্থায় উন্নতির মধ্যদিয়ে যায়, তখন তাকাতে হয় ছোট ছোট উন্নতিতে। কারণ, রাতারাতি কিছু হয় না।   শ্রীলঙ্কার সাথে আমরা জিতেছি এ জন্য অনেকেই অনেক কিছু ভাবছে। ’ 
 
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হার। এরপর আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে ঘুরে দাঁড়ানো। আর সবশেষ ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে জয় তোলে মাশরাফিরা। সবগুলো ম্যাচকেই উন্নতির ধাপ হিসেবে দেখছেন মাশরাফি। কোনো একটি ম্যাচকে কোনোটির সাথে সম্পৃক্ত করতে চাইছেন না টাইগার অধিনায়ক।

ভারতের বিপক্ষে হার ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় এ দুটি ম্যাচকে ছোট ছোট উন্নতির জায়গায় সম্পর্কযুক্ত করলেন মাশরাফি। কিভাবে সেটিও বুঝিয়ে দিলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচেও আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম তাতে মনে হয়েছে রাইট অ্যাঙ্গেলেই ছিলাম। দুঃখজনক আমরা একটা স্টেজে গিয়ে পারিনি। এটাই কিন্তু আসল ব্যাপার। আবার শ্রীলঙ্কার ম্যাচেও একই পরিস্থিতি হয়েছিল। অ্যাঞ্জেলো ম্যাথুস কিন্ত ওই সময় ম্যাচ বের করে আনার জন্য সক্ষম একজন ব্যাটসম্যান। কিন্তু ওই পরিস্থিতিতে আমরা মাথা ঠান্ডা রেখে ঠিক জায়গায় বল করতে পেরেছি। ’

এই সক্ষমতা একদিন-দুদিনে হবে না বলে মনে করেন মাশরাফি। ওয়ানডে ফরমেটের মতো টি-টোয়েন্টিতে সবল হতে আরও সময় লাগবে বলে জানালেন বাংলাদেশ দলের সফল এ অধিনায়ক, ‘আসলে এক-দুই দিনে কোনো কিছু হবে না। জেতা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা দল যখন উন্নতির মধ্যে থাকে তখন উন্নতির গ্রাফের দিকে তাকালে আসলে বোঝা যায়। আমরা সে দিকে নিজেদের ফোকাস করছি। ’

এসব বলার মানে এই না যে, কাল পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে না টাইগাররা!  মাশরাফি তো এশিয়া কাপের ফাইনাল খেলার দারুণ এক সুযোগ দেখছেন সামনে, ‘আমাদের সামনে খুব ভালো সুযোগ আছে। ফাইনাল খেলার অবশ্যই খুব ভালো সুযোগ। আমরা শেষ দুইটা ম্যাচ যেভাবে খেলেছি। ওভাবে খেলতে পারলে নিঃসন্দেহে সম্ভব। ভুলগুলো যা করেছি তা ঠিক করে ভালো  কাজগুলো করে যেতে পারলে ফাইনালে উঠার সুযোগ অবশ্যই আছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০১ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।